ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি করে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেলেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। নতুন হালনাগাদে এক ধাপ এগিয়ে এখন তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৩ নম্বরে। রেটিং পয়েন্ট ৭৭১, যা তার ক্যারিয়ারের সেরা।
ট্রেন্ট ব্রিজে ২৮ জুন অনুষ্ঠিত ম্যাচে ১৫টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মান্ধানা। এটি ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই শতক করা ভারতের প্রথম নারী ক্রিকেটার হয়ে গড়েছেন ইতিহাস।
অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রাকে পেছনে ফেলে মান্ধানা উঠে এসেছেন তিন নম্বরে। ম্যাকগ্রা নেমে গেছেন চার নম্বরে (৭৫৭ পয়েন্ট)। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি (৭৯৪) এবং দ্বিতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস (৭৭৪)। মান্ধানা তাদের খুব কাছাকাছিই রয়েছেন-শীর্ষস্থান অর্জনের দারুণ সুযোগ তার সামনে, বিশেষ করে সিরিজে ভারতের এখনও চারটি ম্যাচ বাকি।
এই ম্যাচে অধিনায়কত্ব করেও সফল হয়েছেন মান্ধানা, কারণ নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌর চোটের কারণে খেলেননি। তার নেতৃত্বে ভারত ২১০ রান তোলে এবং ম্যাচ জিতে নেয় ৯৭ রানে।
র্যাঙ্কিংয়ে মান্ধানার এই অগ্রগতির দিনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও এগিয়েছেন এক ধাপ, টি-টোয়েন্টিতে এখন তিনি ১৬ নম্বরে। যদিও সর্বশেষ তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন জানুয়ারিতে।
ভারতের আরও দুই ব্যাটার শেফালি ভার্মা (১৩তম) এক ধাপ এগিয়েছেন, আর জেমিমা রদ্রিগেজ এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমেছেন। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন একই অবস্থানে রদ্রিগেজের সঙ্গে রয়েছেন (৬১২ পয়েন্ট)।
ওয়ানডে ব্যাটারদের তালিকায় এখনও শীর্ষে আছেন মান্ধানা (৭২৭ পয়েন্ট)। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট রয়েছেন দ্বিতীয় স্থানে (৭২৫)। এদিকে, এই তালিকায় নিগার জ্যোতি এক ধাপ পিছিয়ে এখন ২৩ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাকিস্তানের সাদিয়া ইকবাল (৭৪৬) শীর্ষে থাকলেও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড (৭৩৬) উঠে এসেছেন দ্বিতীয় স্থানে এবং ভারতের দীপ্তি শর্মা (৭৩৫) নেমে গেছেন তিনে। ইংল্যান্ডের লরেন বেল ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে।
Discussion about this post