বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম, সাকিব আল হাসান। দীর্ঘ ছয় মাস পর সেই চেনা মুখটিই আবার ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে, আর সেই মঞ্চ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মাঠে ফিরেই দ্বিতীয় ম্যাচে উইকেট তুলে নিয়ে জানিয়ে দিলেন-তিনি এখনও হারিয়ে যাননি।
লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর ম্যাচে বল হাতে মিতব্যয়ী বোলিং করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। যদিও ব্যাট হাতে এখনো পূর্ণ ছন্দে ফেরার অপেক্ষায় আছেন, বল হাতে তার নিয়ন্ত্রণ ও অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হিসেবে দেখা দিয়েছে।
এই প্রত্যাবর্তনের পথটা সহজ ছিল না। রাজনৈতিক কারণে দেশে আসতে না পারা, বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা, পরীক্ষায় ব্যর্থতা-সব মিলিয়ে অনিশ্চয়তায় ভরা সময় কেটেছে সাকিবের। এমনকি জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়েও রয়েছে সংশয়।
তবুও নিজের লড়াইয়ে আত্মবিশ্বাসী সাকিব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লম্বা সময় পর মাঠে ফিরলে স্বাভাবিকভাবেই উত্তেজনা কাজ করে। শরীর কেমন সাড়া দিচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। তবে আমি খুশি-আবার ক্রিকেট খেলতে পারছি।’
পিএসএল নিয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘আমি আগেও এই লিগে খেলেছি। প্রতিবারই অভিজ্ঞতা দারুণ ছিল। গত ১০ বছরে পিএসএল অনেক উন্নতি করেছে।’
Discussion about this post