মিরপুরের দ্বিতীয় চারদিনের ম্যাচে এখন জমজমাট লড়াই। ব্যাট হাতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অমিত হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড়ো ইনিংসে ভর করে দল তুলে ফেলে ৩৫৭ রান। তবে পাল্টা জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল দ্বিতীয় দিন শেষ করে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দ্বিতীয় দিনও সকালে বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। দুপুর নাগাদ খেলা শুরু হলে সাবধানী ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন অমিত ও মাহিদুল ইসলাম অঙ্কন। অমিত তুলে নেন দারুণ এক ফিফটি (১ ছক্কা ও ৮ চারে ৬৭)। অন্যদিকে অঙ্কন ফিরে যান ২৪ রানে। এরপর সোহান নামেন এবং দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ৪০ বলে করেন ৪৮ রান, হাঁকান ৩টি চার ও ৩টি ছক্কা। তবে হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতেই ফিরতে হয় তাকে।
শেষদিকে রান তোলার চেষ্টা করেও নাঈম, নাসুমরা টিকতে পারেননি। ৮৯.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। কিউইদের হয়ে লেনক্স ও লিস্টার ৩টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ড ‘এ’ দলের শুরুটাও হয় আক্রমণাত্মকভাবে। রাইস মারিয়ু ১৪ রান করে খালেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তবে এরপর হিফি ও কার্টার দেখেশুনে খেলে দিন শেষ করেন বিপদ ছাড়াই। হিফি করেন ৪১ রান (৮৯ বল) ও কার্টার ৪৮ (৬৬ বল), দুজনেই রয়েছেন অপরাজিত।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ।
Discussion about this post