ঈদুল আজহার পরই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নামছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে রংপুর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই। প্রতিপক্ষ ক্যারিবিয়ান শক্তি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল-রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেনস, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস। আগের আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই, প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই উঠবে সরাসরি ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।
রংপুরের পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ১৪ জুলাই হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।
গত বছর নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বির মতো পারফর্মাররা নজর কেড়েছিলেন সেই আসরে। এবারও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দলটি, শিরোপা ধরে রাখাই যাদের মূল লক্ষ্য।
Discussion about this post