বাংলাদেশ দলের পাকিস্তান সফরের স্কোয়াডে নাম ছিল নাহিদ রানার। তরুণ এই পেসার সংযুক্ত আরব আমিরাত সফরের পর সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তিনি-নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তান সিরিজ থেকে।
আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘(সম্প্রতি পাকিস্তানে) যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাঁদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও (নাহিদ) নিজেকে উইথড্র করেছে।’
শুধু ব্যক্তিগত কারণ বললে বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা হয় না। কারণ আরও গভীরে। গত মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে এক ভয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন নাহিদ রানা। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময়ে রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তিনি। তখন মাঠের ক্রিকেট বন্ধ হয়ে যায়, পিএসএল স্থগিত হয়। আতঙ্কিত অবস্থায় দেশে ফিরতে হয় নাহিদ ও রিশাদ হোসেনকে।
সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারেননি তরুণ এই পেসার। বিসিবির ভাষায়, তার মানসিক স্থিতি এখনো পূর্ণ প্রস্তুত নয়। ফাহিম বলেন, “এই বয়সে এমন পরিস্থিতি যেকোনো তরুণের জন্য ভয়ের হতে পারে। কেউ মানসিকভাবে আঘাত পেলে তাকে দোষারোপ করার সুযোগ নেই।”
রিশাদ হোসেনও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও তিনি পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন। এ সফরে শুধু নাহিদ নন, যাচ্ছেন না দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলিও।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখবে ২৫ মে।
Discussion about this post