বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ‘স্পিন জাদুকর’ বলে অভিহিত করে রাজকীয় স্বাগত জানিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করে আজ সকালে লাহোরে পৌঁছান মিরাজ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আগমন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। এক পোস্টে তারা লেখে, ‘স্পিন উইজার্ড শহরে চলে এসেছেন। পিএসএলের বাকি অংশ খেলতে মিরাজ এখন লাহোরে। কালান্দার ভক্তরা, চলুন আমাদের কালান্দার ভাইকে স্বাগত জানাই।’
লাহোরের হয়ে এর আগেও বাংলাদেশি ক্রিকেটাররা খেলেছেন, তবে এবার মিরাজের আগমনে দলটি ভিন্নভাবে রোমাঞ্চিত। যদিও তিনি জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাননি, বিপিএলের সেরা খেলোয়াড় মিরাজ পিএসএলে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ হিসেবে দেখছেন, ‘যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি সবকিছু ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করি।’
সাকিব আল হাসান ও রিশাদ হোসেনও এই দলে রয়েছেন, তবে জাতীয় দলের দায়িত্বে থাকায় রিশাদ আপাতত দলের সঙ্গে নেই। ২২ মে এলিমিনেটরে করাচি কিংসের সঙ্গে লড়বে মিরাজ-সাকিবের লাহোর কালান্দার্স দল।
Discussion about this post