বাংলাদেশের ক্রিকেটের আরেক মুখ বিশ্বমঞ্চে আলো ছড়াতে প্রস্তুত। মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো ডাক পেয়েছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য। পাকিস্তানের অন্যতম সফল দল লাহোর কালান্দার্স তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে মিরাজ নিজেও আগ্রহ প্রকাশ করে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ছিলেন লাহোরের নির্ভরযোগ্য পারফর্মার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ২২ মে শুরু হওয়া টেস্ট সিরিজ খেলতে নটিংহ্যামে ছুটে যাচ্ছেন তিনি। ফলে লাহোর কালান্দার্স দলে তৈরি হয়েছে একটি শূন্যতা, যার জায়গা পূরণে তারা বেছে নিয়েছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মিরাজকে।
এটি হবে মিরাজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ। দেশের হয়ে সীমিত ওভার ও টেস্টে অভিজ্ঞতা থাকলেও এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে নিয়মিত নন তিনি।
লিগ পর্বে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। গতকাল তারা পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে এলিমিনেটরে। ২২ মে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ—যেখানে মিরাজকে একাদশে দেখা যেতে পারে। এমনকি ব্যস্ততার কারণে রিশাদ হোসেন না থাকলেও মিরাজকে মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানের সঙ্গে একই দলে।
মিরাজ ইতিমধ্যে বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন। যেহেতু তিনি বর্তমানে টি-টেয়েন্টি দলের অংশ নন, তাই অনুমতি পাওয়া কেবল সময়ের ব্যাপার। অনুমতি পেলেই দ্রুত পাকিস্তানে উড়ে যাবেন তিনি।
Discussion about this post