মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি দেশে, দুই ভিন্ন দলের হয়ে মাঠে নামা-এমন কীর্তি খুব কম ক্রিকেটারই গড়েছেন। সেই বিরল দৃশ্যের অংশ এবার হলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শেষে বিশ্রাম নয়, রোববারই নামেন আরেক যাত্রায়-গন্তব্য ভারত। উদ্দেশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে মাঠে নামা।
আজ রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্টার্কের জায়গায় দিল্লির একাদশে ঢোকেন ফিজ। ভ্রমণ ক্লান্তি ও ম্যাচ ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দলীয় থিঙ্ক ট্যাঙ্কের আস্থা জয় করে মাঠে নামেন তিনি। তিন পেসার ও তিন স্পিনার সমন্বয়ে সাজানো দলে মুস্তাফিজ ছিলেন প্রধান পেস অস্ত্র।
১৪ মে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। বিসিবির দেওয়া সাত দিনের এনওসি মেনে ১৮-২৪ মে পর্যন্ত তিনটি ম্যাচ খেলতে পারবেন এই তারকা পেস বোলার। এরমধ্যে থাকছে তিনটি ম্যাচ।
Discussion about this post