ফ্র্যাঞ্চাইজি লিগে ফের নিজেদের মেলে ধরতে চাইছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। একজন পিএসএলের ডাক পেয়েছেন মাঝপথে, আরেকজন আইপিএলে ফিরছেন পুরনো ঠিকানায়। তবে একটাই শর্ত-বিসিবির অনুমতি।
টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ করেই সাকিব আল হাসানের দরকার পড়েছে লাহোর কালান্দার্সের। একাধিক বিদেশি ক্রিকেটার দল ছেড়েছেন নিরাপত্তা ইস্যু ও সূচির জটিলতায়। এই সুযোগেই চোখ লাহোরের প্রাক্তন খেলোয়াড় সাকিবের দিকে। সাকিব বিসিবির কাছে ইতোমধ্যেই এনওসি চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে পিএসএলের দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে তাকে লাহোরের জার্সিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
পিএসএলে এর আগেও সাকিবের অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে শুরু করে খেলেছেন পেশোয়ার ও লাহোরের হয়েও। এবার ফিরছেন নতুন করে নিজেকে প্রমাণ করতে।
মুস্তাফিজুর রহমানের জন্য আবারও আইপিএলে খেলার দরজা খুলেছে। দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি রুপিতে দলে টেনেছে, যেখানে তিনি এর আগেও দুই আসরে খেলেছেন। শুধু সমস্যা ছিল এনওসি পাওয়া নিয়ে। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, এবার তিনি আনুষ্ঠানিকভাবে এনওসি চেয়েছেন। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএলে এক সপ্তাহ বিরতির পর বিদেশি খেলোয়াড়রা অনেকে ফিরে গেলেও, সেই শূন্যতায় জায়গা করে নিয়েছেন ফিজ।
বাংলাদেশ দল বর্তমানে আমিরাতে, যেখানে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর পাকিস্তান সফর অনিশ্চিত। ফলে ধারণা করা হচ্ছে, আমিরাত থেকেই সোজা দিল্লির হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ।
Discussion about this post