বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে আবারও মাঠে ফিরছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুমে অবিক্রিত থাকলেও, লিগের মাঝপথে নতুন মোড় নেয় তার ক্যারিয়ার। লাহোর কালান্দার্স দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। এই দলে আছেন বাংলাদেশের রিশাদ হোসেনও।
ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কিছুদিনের জন্য স্থগিত ছিল পিএসএল। ১৭ মে থেকে আবারও শুরু হচ্ছে বাকি অংশের খেলা। কিন্তু টুর্নামেন্টে ফেরত না আসার সিদ্ধান্ত নিয়েছেন অনেক বিদেশি ক্রিকেটার। দলগুলো নতুন খেলোয়াড় নিচ্ছে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে। এই পরিস্থিতিতেই সুযোগ পান সাকিব।
সাকিব এর আগেও পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক ম্যাচেই ৩৫ বলে ৫১ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এরপর খেলেছেন পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও। যদিও ইনজুরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক ব্যস্ততার কারণে নিয়মিত ছিলেন না।
এখন পর্যন্ত পিএসএলে সাকিব ১৪টি ম্যাচ খেলেছেন, ব্যাট হাতে করেছেন ১৮১ রান (গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ১০৭.১৪), বল হাতে নিয়েছেন ৮ উইকেট (ইকোনোমি রেট ৭.৩৯)।
এই মুহূর্তে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন, তবে পিএসএল খেলতে খুব শিগগিরই পাকিস্তান যাওয়ার কথা রয়েছে সাকিবের।
Discussion about this post