রেকর্ডমূল্যে আইপিএলের দল পেলেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে তাকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই সুখবরের সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বড় একটি প্রশ্ন-তিনি আদৌ এবারের আইপিএলে খেলতে পারবেন তো?
গত ১৪ মে বিকেলে দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক মাধ্যমে ঘোষণা দেয় মুস্তাফিজকে দলে নেওয়ার খবর। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক সরে দাঁড়ানোয়, তড়িঘড়ি করে জায়গা করে নেন মুস্তাফিজ। তবে সেই ঘোষণার আগেই আনুষ্ঠানিকতা শেষ হয়নি-এমনটাই জানা গেছে বিসিবির পক্ষ থেকে।
মুস্তাফিজ এখন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। শারজাহতে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে আমিরাতের বিপক্ষে। তিনি রয়েছেন সেই সিরিজের স্কোয়াডে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে-এখনও মুস্তাফিজ বা দিল্লি ক্যাপিটালস কারও পক্ষ থেকেই ‘অনাপত্তিপত্র’ বা এনওসির জন্য আবেদন করা হয়নি। নিয়ম অনুযায়ী, এনওসি ছাড়া কোনো ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে পারেন না।
এই অনুপস্থিতির অর্থ, বিসিবির অনুমতি ছাড়া মুস্তাফিজের আইপিএলে খেলা সম্ভব নয়। দিল্লির শেষ তিনটি ম্যাচ-১৮, ২১ ও ২৪ মে। আমিরাত সফর শেষে যদি বিসিবি অনুমতি দেয়, তবে ২১ ও ২৪ মে’র ম্যাচে মুস্তাফিজ মাঠে নামতে পারেন। তবে ১৮ মে’র ম্যাচে খেলা কার্যত অসম্ভব, কারণ তখন তিনি থাকবেন জাতীয় দলের সঙ্গে।
মুস্তাফিজের আইপিএলে খেলা আপাতত ঝুলে আছে বিসিবির অনুমতির উপর। জাতীয় দলের ম্যাচের কারণে পরিস্থিতি জটিল হয়ে গেছে।
Discussion about this post