হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এলো বড় এক সুখবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। মঙ্গলবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করা হয়।
দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে নিয়েছে ৬ কোটি ভারতীয় রুপিতে। তিনি খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে, যিনি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে আইপিএলের বাকি অংশে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।
এবারের আইপিএল নিলামে নাম থাকলেও অবিক্রিত থেকে যান কাটার মাস্টার মুস্তাফিজ। শুরুতে কোনো দল তার প্রতি আগ্রহ না দেখালেও, শেষদিকে এসে সেই চিত্র বদলে গেল। দলে ডাক পেয়ে ফের আলোচনায় ফিরলেন মুস্তাফিজ। দিল্লির হয়ে এবার নতুন করে শুরু করতে যাচ্ছেন তিনি।
এর আগেও মুস্তাফিজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। আইপিএলে নিজের প্রথম মৌসুমে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও জিতেছিলেন তিনি।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির কারণে সাময়িকভাবে স্থগিত হওয়া আইপিএল আবার ১৭ মে থেকে মাঠে গড়াবে। সেই সময়েই দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে দেখা যেতে পারে দ্য ফিজকে।
সব মিলিয়ে আইপিএলে সাত মৌসুমে খেলেছেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন। ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে তুলেন ১৭ উইকেট। হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জেতেন মুস্তাফিজ।
এ অবস্থায় মুস্তাফিজই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময়ের বাজারদরে চার কোটি টাকার প্রায়।
Discussion about this post