সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তারপরও শেষ ওয়ানডেতে প্রমাণের কিছু বাকি ছিল-নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের স্বাদ দেওয়ার চেষ্টায় আজ খেলতে নামে নুরুল হাসান সোহানের দল। ব্যাটিং ব্যর্থতায় চাপেই ছিল স্বাগতিকরা। ইয়াসির আলী ও নাসুম আহমেদের দৃঢ়তায় সংগ্রহ দাঁড়ায় ২২৭ রানে।
১০৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ ‘এ’। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া সোহান মাত্র ১২ রান করে ফেরেন, আফিফ করেন ১, মোসাদ্দেক আউট হন চার মেরে পরের বলেই। কিন্তু তখনই দৃঢ়তা দেখিয়েছেন মিডল অর্ডারের দুই ব্যাটার।
ইয়াসির আলী রাব্বি খেলেছেন ৬৩ রানের কার্যকর ইনিংস, আর লোয়ার অর্ডারে দাঁড়িয়ে গেছেন নাসুম আহমেদ। একের পর এক উইকেট পড়লেও নিজের মতো খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তুলে নিয়েছেন নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ফিফটি, যা একদম প্রয়োজনের মুহূর্তে দলের রক্ষাকবচ হয়ে দাঁড়ায়।
শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান দুইশ ছাড়ানো সংগ্রহে। শেষ পর্যন্ত ৬৭ রান করে আউট হন নাসুম, যার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। এদিন স্পিন আক্রমণ দারুণভাবে কাজে লাগিয়েছে কিউইরা। লেগ স্পিনার আদিত্য আশোক ৩ উইকেট নিয়ে নেতৃত্ব দিয়েছেন বোলিংয়ে।
Discussion about this post