ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাত এবার সরাসরি আঘাত হানছে ক্রিকেট বিশ্বে। দুই দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ- আইপিএল এবং পিএসএল একসঙ্গে স্থগিত হয়ে গেছে। ঝুঁকির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিও। অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের পাকিস্তান সফর।
গত ৭ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার ঘটনার পরই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ অবস্থায় প্রথমে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পুরো আসর স্থগিত ঘোষণা করা হয়। ফাইনালসহ বাকি থাকা ৮টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।
এমন স্থগিতাদেশ শুধু পিএসএলেই থেমে নেই। তার পরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। পরিস্থিতির উন্নতি হলে ১৬ মে থেকে খেলা শুরু হতে পারে। তবে সেটিও অনিশ্চিত।
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এখন শঙ্কা। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের ২১ মে পাকিস্তানে পা রাখার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই আভাস দিচ্ছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানিয়েছেন, ‘আমরা সিরিজ আয়োজনে আশাবাদী। নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’
প্রাথমিকভাবে এই সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির পরিকল্পনা থাকলেও তা পরবর্তীতে বিশ্বকাপ ও এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে এটি হয়েছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
Discussion about this post