ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে আক্রান্ত ক্রিকেটাঙ্গনও। পিএসএলে অংশ নিতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা পড়েন বিপাকে। তবে স্বস্তির খবর- তারা দু’জন ও সঙ্গে থাকা দুই ক্রীড়া সাংবাদিক অবশেষে দেশে ফিরছেন। শুক্রবার সকালে বিশেষ ব্যবস্থায় পাকিস্তান ছাড়েন তারা। এরপর দুবাই হয়ে আজই বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
পাকিস্তানে দিন দিন উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মাঝে চার বাংলাদেশির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল দেশের ক্রীড়া মহল। বিশেষ করে রাওয়ালপিন্ডি ঘাঁটির খুব কাছেই ড্রোন হামলার ঘটনার পর তাদের ফেরত আনার প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি শুরু থেকেই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ সরাসরি যোগাযোগ রাখছিলেন পাকিস্তানে বাংলাদেশি দূতাবাস ও পিএসএল আয়োজকদের সঙ্গে। শেষ পর্যন্ত বিসিবির তৎপরতায় রিশাদ ও নাহিদদের ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে।
বিশেষ এক ফ্লাইটে রাওয়ালপিন্ডি থেকে উড়াল দেন তারা চারজন। ঐ ফ্লাইটে আরও ছিলেন বিভিন্ন দেশের নাগরিকরা। বিমানটি রওনা হওয়ার কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে রাওয়ালপিন্ডি বিমানঘাঁটিতে। সৌভাগ্যবশত, তার আগেই নিরাপদে এলাকা ছাড়তে সক্ষম হন বাংলাদেশিরা।
পিএসএলে এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলেন লেগস্পিনার রিশাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে পেসার নাহিদ রানা।
পাকিস্তানে পরিস্থিতি অবনতির পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই সরে দাঁড়িয়েছেন পিএসএল থেকে। এ কারণে টুর্নামেন্টের শেষ আট ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে স্থগিত ঘোষণা হয়ে যায় টুর্নামেন্ট।
Discussion about this post