বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন নেই, সাম্প্রতিক ফর্মও আলো ছড়াতে পারেনি-তবুও হার মানেননি সাব্বির রহমান। দেশি ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ যখন কম, তখন ইংল্যান্ডের মাঠে নতুন করে নিজের গল্প লেখার চেষ্টা করছেন তিনি। মিডলসেক্স কাউন্টির অধীনে অক্সব্রিজ ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার ডিভিশন লিগে মাঠে নামবেন সাব্বির।
আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে তার নতুন যাত্রা। তার আগে একটি প্রস্তুতি ম্যাচে ৭০ রান ও ২ উইকেট নিয়ে জানিয়েছেন, এখনও হারিয়ে যাননি। এখনও কিছু দেওয়ার বাকি আছে তার।
সাব্বির বলেন, ‘বাংলাদেশে আপাতত কোনো খেলা নেই, ক্যাম্প নেই, আমিও রাডারের বাইরে। তাই পরিবার নিয়ে ইংল্যান্ডে যাচ্ছি। আশা করি ওখানে কিছু ভালো সময় যাবে।’
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেললেও প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি সাব্বিরের ব্যাট থেকে। তবে অভিজ্ঞতা থেকে কিছু শিখেছেন তিনি, এবারের ডিপিএল খেলোয়াড়দের জন্য ভালো ছিল, তবে আরও গোছানো হলে ভালো হতো। পারিশ্রমিকের বিষয়ে অনেকের সমস্যা হয়েছে, মালিকদেরও অনেক সময় পাওয়া যাচ্ছিল না। তারপরও ভালোভাবে শেষ হয়েছে, এটা স্বস্তির।’
Discussion about this post