টানা তিন ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পঞ্চম ওয়ানডেতে এসে সেই পথেই হোঁচট খেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ২৭ রানের দারুণ এক জয়ে সিরিজে টিকে থাকল স্বাগতিকরা।
এই হারের পর ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যবধান দাঁড়াল ৩-২। এখন সব নির্ভর করছে শেষ ম্যাচের উপর-বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিতের হাতছানি, শ্রীলঙ্কার সামনে সমতায় ফেরার শেষ সুযোগ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা, তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাদের রানটা খুব বেশি বড় হয়নি। আধাম হিমলি করেন দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান, বিমাঠ দিনসারা করেন ৪২, আর ফার্নান্দো ও ভিদানপাতিরানার ব্যাট থেকে আসে সমান ২৮ রান করে।
বাংলাদেশের পক্ষে সাইমুন বশির ছিলেন দুর্দান্ত-১০ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। রিজান, ফারহান ও সাদ ইসলাম সমান ২টি করে উইকেট নেন। সব মিলিয়ে ৪২.৩ ওভারে ১৯৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে ফিরে যান দুই ওপেনার-জাওয়াদ আবরার (৭) ও কালাম সিদ্দিকি (১)। দলীয় ১৭ রানে ফিরে যান অধিনায়ক তামিমও (৪)। এরপর মধ্যভাগে কিছুটা প্রতিরোধ গড়লেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাইমুন বশির অপরাজিত থাকেন ৩৭ রানে। আব্দুল্লাহ (৩২) ও ফরিদ হাসান (৩০) রান করলেও ব্যাটিং ব্যর্থতায় ৪৫ ওভারেই ১৬৯ রানে থেমে যায় ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ভিরান ও কুগাতাস তুলে নেন ৩টি করে উইকেট।
তিন জয় নিয়ে শুরু করা সিরিজ এখন জমে উঠেছে। বৃহস্পতিবারের শেষ ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ চাইবে জয়ের ধারায় ফিরতে, আর শ্রীলঙ্কা লড়বে সমতায় ফেরার জন্য।
Discussion about this post