আন্তর্জাতিক ক্রিকেটে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান সফর শেষ না হতেই আরেকটি বড় সিরিজের চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জুন-জুলাই জুড়ে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটেই মাঠে নামবে টাইগাররা। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, শেষ হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।
১৩ জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। তারপর কয়েক দিনের অনুশীলন সেরে ১৭ জুন গলের ঐতিহ্যবাহী মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পাঁচ দিনের লড়াই শেষে কলম্বোতে ২৫ জুন মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। লম্বা সময় ধরে টেস্ট জয়ের স্বাদ না পাওয়া বাংলাদেশ এবার সেই খরা কাটাতে মুখিয়ে।
টেস্ট সিরিজ শেষে টাইগারদের মনোযোগ থাকবে ওয়ানডে ফরম্যাটে। ২ জুলাই কলম্বোতে হবে সিরিজের প্রথম ওয়ানডে, ৫ জুলাই দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। এরপর দলটি যাবে পাল্লেকেলেতে, সেখানে ৮ জুলাই হবে শেষ ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটে, দিবারাত্রির ফরম্যাটে।
এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ১০ জুলাই পাল্লেকেলেতে, এরপর ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় ম্যাচ। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে এই লম্বা সফরের।
সিরিজ সূচি-
টেস্ট সিরিজ
১ম টেস্ট: ১৭–২১ জুন, গল
২য় টেস্ট: ২৫–২৯ জুন, কলম্বো
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ২ জুলাই, কলম্বো
২য় ওয়ানডে: ৫ জুলাই, কলম্বো
৩য় ওয়ানডে: ৮ জুলাই, পাল্লেকেলে
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ১০ জুলাই, পাল্লেকেলে
২য় টি-টোয়েন্টি: ১৩ জুলাই, ডাম্বুলা
৩য় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, কলম্বো
Discussion about this post