একদম শুরু থেকে শেষ পুরোটাতেই দাপট বাংলাদেশ ‘এ’ দলের। বোলারদের আগুন ঝরানো পারফরম্যান্সে নিউজিল্যান্ড ‘এ’ দলকে প্রথমেই চাপে ফেলা, এরপর ব্যাটারদের পরিণত ইনিংসে সহজ জয়-পুরো ম্যাচটাই যেন ছিল টাইগারদের পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে এগিয়ে গেল নুরুল হাসান সোহানের দল।
শুরুতে শরিফুল ইসলাম আর খালেদ আহমেদ ১০ ওভারে ৪ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। এরপর তানভির ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী কাঁধে কাঁধ মিলিয়ে আরও ধস নামান। একমাত্র লড়াকু ইনিংস আসে ডিন ফক্সক্রফটের ব্যাট থেকে-৭২ রান করেন তিনি। ৮৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর শেষ জুটিতে ফক্সক্রফট ও লিস্টার মিলে ৬২ রান যোগ করে ইনিংস টেনে তোলেন ১৪৭ পর্যন্ত।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেন টাইগার ব্যাটাররা। ইমন ১২ বলে ২৪ রান ও নাঈম ২০ বলে ১৮ রান করে দ্রুত গতির সূচনা এনে দেন। এরপর এনামুল হক বিজয়ের ৩৮, মাহিদুল ইসলাম অঙ্কনের ৪২* ও সোহানের ২০* রানে ১৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দল।
Discussion about this post