চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাজলো জিম্বাবুয়ের ইনিংসের ইতি। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বাঁকানো ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটরক্ষক জাকের আলির গ্লাভসে। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউয়ে মেলে সফলতা।
১৬ বলে ২ রান করা মুজারাবানির বিদায়ের মধ্য দিয়ে ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। অপরপ্রান্তে ৫৯ বল মোকাবেলা করে ১৮ রানে অপরাজিত থাকেন টাফাডজেওয়া সিগা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে মাত্র ৬০ রান দিয়ে শিকার করেন ৬টি উইকেট। তার সঙ্গে সমর্থন দেন অফস্পিনার নাঈম হাসান, যিনি নেন ২ উইকেট। অভিষিক্ত পেসার তানজিম হাসান শাকিব তুলে নেন নিজের প্রথম টেস্ট উইকেট। তবে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থাকেন।
প্রথম ইনিংসে বড় লিডের লক্ষ্য নিয়ে এখন ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুরের ধীরগতির উইকেটে ব্যাটারদের দায়িত্ব হবে ধৈর্য ধরে বড় সংগ্রহ দাঁড় করানো।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭ (৯০.১ ওভারে)
(সিগা ১৮*, মুজারাবানি ২; তাইজুল ৬/৬০, নাঈম ২/৪২, তানজিম ১/৪৯)
Discussion about this post