ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের শুরুটা চমক জাগানিয়া হলেও দ্বিতীয় ম্যাচেই ব্যর্থতা সঙ্গী হলো লিজেন্ডস অব রূপগঞ্জের। ঢাকার বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ উইকেটে হারতে হয়েছে আকবর আলির দলকে। শতরান তুলে নেন ইনফর্ম এনামুল হক বিজয়!
ব্যাট হাতে আশাব্যঞ্জক শুরু পেলেও শেষদিকে উইকেট হারানোর ধারাবাহিকতায় ৩৯.২ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে রূপগঞ্জকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ১০১ রান। সাইফ ৫২ রানে ফিরে গেলে ব্যাটিং ছন্দে ধস নামে রূপগঞ্জে।
তামিম অবশ্য কিছুক্ষণ লড়েছেন, খেলেন ৫৩ বলে ঝলমলে ৬৮ রানের ইনিংস। কিন্তু সাইফের বিদায়ের পরপরই সৌম্য সরকার (৪), আকবর আলি (২৯) ও আফিফ হোসেন (৩২) দ্রুত ফিরে গেলে মাঝপথে থেমে যায় দলের রানের গতি।
শেষদিকে আর কেউ দাঁড়াতে না পারায় ৩৯.২ ওভারে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। গাজী গ্রুপের পেসার শেখ পারভেজ জীবন ঝড় তোলেন, মাত্র ৩৬ রানে নেন ৫টি উইকেট।
২২৪ রানের লক্ষ্য তাড়ায় গাজী গ্রুপের শুরুটাও ছিল আত্মবিশ্বাসী। এনামুল হক বিজয় ও সাদিকুর রহমান গড়েন ৮১ রানের জুটি। সাদিকুর ৩৬ রানে ফিরলেও অন্যপ্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, খেলেন ১০৫ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস। তাকে সঙ্গ দেন মোহাম্মদ সালমান, যিনি ৩৪ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচটি গাজী গ্রুপের পক্ষে নিয়ে যান ৪১তম ওভারেই।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৩৯.২ ওভারে ২২৩ ( তামিম ৬৮, সাইফ ৫২, জীবন ৫/৩৬)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪১ ওভারে ২২৪ ( বিজয় ১১০, সাদিকুর ৩৬)
ফল: ৭ উইকেটে জয়ী গাজী গ্রুপ
ম্যাচসেরা: এনামুল হক বিজয়
Discussion about this post