ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের প্রথম দিনেই দুর্দান্ত শুরু করলো লিজেন্ডস অব রূপগঞ্জ। পয়েন্ট টেবিলের নিচে থেকে সুপার লিগে জায়গা করে নেওয়া দলটি, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে শুরুতেই দেখালো চমক।
টস হেরে আগে ব্যাট করে শুরু থেকেই চাপে পড়ে মোহামেডান। নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক তাওহিদ হৃদয়কে ছাড়া নামা দলটি ব্যাটিংয়ে ছিল ছন্দহীন। রনি তালুকদার শূন্য রানে ফেরেন, মাহমুদউল্লাহও খেলতে পারেন মাত্র ১২ রানের ইনিংস। ওপেনার আনিসুল ইসলাম ইমন করেন সর্বোচ্চ ৩৫ রান।
মাত্র ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে দাঁড়িয়ে ছিল স্কোর, তখনই নামে বৃষ্টি। এরপর আর খেলা না হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও এরপর অধিনায়ক সাইফ হাসান ও সৌম্য সরকার দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দু’জনের অপরাজিত ৯৪ রানের জুটি তাতেই কাজ সেরে ফেলে রূপগঞ্জ। সাইফ হাসান ৫৫* রান, সৌম্য সরকার ৩৬* রান তাতেই জয় আসে মাত্র ১৩.২ ওভারে, ৯ উইকেট হাতে রেখেই।
ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা রাখেন রূপগঞ্জের স্পিনার তানভীর ইসলাম, যিনি ৮ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই ম্যাচের লাগাম ধরে রূপগঞ্জ। সুপার লিগে একেবারে শেষ দল হিসেবে জায়গা পাওয়া রূপগঞ্জ নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিল। অন্যদিকে, গ্রুপ পর্বে টানা চার জয়ে ছন্দে থাকা মোহামেডান সুপার লিগের শুরুতেই হোঁচট খেল।
এই জয়ে সুপার লিগের শুরুটা দারুণ করলো সবার শেষে থেকে সুপার লিগ নিশ্চিত করা রূপগঞ্জ। আর গ্রুপ পর্বে টানা চার জয়ের পর দুইয়ে থেকে সুপার লিগে ওঠা মোহামেডান প্রথম ম্যাচেই পেল হারের স্বাদ।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৯.৪ ওভারে ১১৭/৭ ( আনিসুল ইসলাম ৩৫,তৌফিক খান ১৮, তানভীর ইসলাম ৩/৩৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩.২ ওভারে ৯৪ ( সাইফ ৫৫, সৌম্য ৩৬, নাসুম আহমেদ ১/৩০)
ফল: বৃষ্টি আইনে ৯ উইকেটে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ
Discussion about this post