ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হলো আজ বৃহস্পতিবার, আর শুরুর দিনেই বৃষ্টি হানা দিল মিরপুরের হোম অব ক্রিকেটে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হলেও ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় থমকে দাঁড়ায়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ, আর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করে দিয়েছেন তাদের বোলাররা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে মোহামেডান। দলীয় ২৭ রানে আউট হয়ে যান ওপেনার তৌফিক খান তুষার। এরপর ক্রিজে আসা রনি তালুকদার শূন্য রানেই ফেরেন সাজঘরে। একমাত্র কিছুটা লড়াই করেছেন ওপেনার আনিসুল ইসলাম ইমন, করেন ৩৫ রান। কিন্তু তাতেও দলের ইনিংস স্থিতি পায়নি।
মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ, করেন মাত্র ১২ রান। দ্রুত উইকেট হারিয়ে দলটি পড়ে যায় ৯৫ রানে ৬ উইকেট হারানোর বিপদে। এরপর আরিফুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ১১৭ রানেই পড়ে সপ্তম উইকেট।
রূপগঞ্জের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার তানভীর ইসলাম। তিনি ৮ ওভারে মাত্র ৩৭ রান খরচায় শিকার করেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাকে ভালোভাবে সাপোর্ট দেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, যিনি নিয়েছেন ২টি উইকেট।
ঠিক সেই সময়েই হানা দেয় বৃষ্টি। এরপর এ রিপোর্ট লেখারি সময় খেলা আর শুরু হয়নি। মিরপুরের আকাশ তখন শুধু লিখেছে জলধারার গল্প।
Discussion about this post