ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলতি আসরের লিগ পর্ব শেষ। শীর্ষ ছয় দল নিয়ে শুরু হতে যাচ্ছে প্রতীক্ষিত সুপার লিগ, যা শুরু হবে ১৭ এপ্রিল থেকে। তবে লিগ পর্বের উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান দ্বৈরথ সুপার লিগে তাৎক্ষণিক দেখা যাবে না-দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ রাখা হয়েছে শেষের দিকে।
সুপার লিগের দল-আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ
সূচি (প্রথম তিন রাউন্ড)
১৭ এপ্রিল (১ম রাউন্ড):
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ
আবাহনী-অগ্রণী ব্যাংক
গুলশান ক্লাব-গাজী গ্রুপ
২০ এপ্রিল (২য় রাউন্ড)
মোহামেডান-অগ্রণী ব্যাংক
আবাহনী-গুলশান
গাজী গ্রুপ-রূপগঞ্জ
২৩ এপ্রিল (৩য় রাউন্ড)
মোহামেডান-গুলশান
আবাহনী-গাজী গ্রুপ
অগ্রণী ব্যাংক-রূপগঞ্জ
২৪ ও ২৫ এপ্রিল থাকবে বিশ্রাম। ২৬ এপ্রিল থেকে শুরু হতে পারে চতুর্থ রাউন্ড। তবে আপাতত প্রথম তিন রাউন্ডের সূচিই ঘোষণা করেছে সিসিডিএম।
প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। খেলা হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
পয়েন্ট টেবিল
আবাহনী লিমিটেড – ১৮ পয়েন্ট (নেট রানরেট: +১.৪৬৮)
মোহামেডান – ১৮ পয়েন্ট (নেট রানরেট: +০.৭৭১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স – ১৬ পয়েন্ট
গুলশান ক্রিকেট ক্লাব – ১৫ পয়েন্ট
অগ্রণী ব্যাংক – ১৪ পয়েন্ট
লিজেন্ডস অব রূপগঞ্জ – ১৩ পয়েন্ট
প্রাইম ব্যাংক ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবের মতো শক্তিশালী দল এবার সুপার লিগে জায়গা পায়নি।
Discussion about this post