পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো একসঙ্গে অংশ নিচ্ছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা-এই তিনজনই পিএসএলের দশম আসরে সুযোগ পেয়েছেন বিভিন্ন দলে।
প্রথমেই লাহোর কালান্দার্সে নাম লেখানো রিশাদ হোসেন পাকিস্তান পৌঁছেছেন। শিরোপার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছেন এই লেগ স্পিনার। এরপরই করাচি কিংসের হয়ে খেলতে রওনা হয়েছেন লিটন দাস। এক ফেসবুক পোস্টে লিটন লেখেন, ‘রোমাঞ্চকর সময় সামনে। করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। দোয়া চাই সবার।’
তারা দু’জনই পুরো আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেয়েছেন। তালিকার তৃতীয় নাম নাহিদ রানা। তরুণ এই পেসার খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তানে উড়াল দেবেন তিনি।
১১ এপ্রিল পিএসএলের পর্দা উঠবে। প্রথম দিনেই মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। ১২ এপ্রিল, মাঠে নামবে লিটনের করাচি কিংস, তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তানের পথে উড়াল দেবেন পেসার নাহিদ রানা।
Discussion about this post