ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ৮ রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। পবিত্র ঈদুল ফিতরের পর বাকি তিন রাউন্ড ও সুপার লিগ অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত ব্যাটিং ও বোলিংয়ে কে কেমন করলেন, তার চিত্র উঠে এসেছে পরিসংখ্যানে। প্রথম ৮ রাউন্ড শেষে স্পিনারদের দাপট, ব্যাট হাতে এনামুল হক বিজয়ের রাজত্ব, আর টেবিলের উত্তেজনাই এখন আলোচনার কেন্দ্রে।
ব্যাট হাতে রাজত্ব করছেন বিজয়
সর্বশেষ বিপিএলে ফর্মহীন থাকা এনামুল হক বিজয় এবারের ডিপিএলে দারুণ ছন্দে আছেন। তিনি ৮ ম্যাচে সর্বোচ্চ ৫৩০ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬টি ছক্কা ও ৪৭টি চার।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন নাঈম শেখ, যিনি ৮ ম্যাচে ৪৯১ রান করেছেন। তার স্ট্রাইক রেট প্রায় ১২৩, যেখানে ৫০টি চার ও ২৩টি ছক্কা মেরেছেন তিনি।
অভিজ্ঞ ইমরুল কায়েস ৮ ম্যাচে ৪৩০ রান করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তার পরেই আছেন আবাহনীর পারভেজ হোসেন ইমন, যার সংগ্রহ ৪১৩ রান।
পঞ্চম স্থানে আছেন নুরুল হাসান সোহান, যিনি মিডল অর্ডারে ব্যাট করেও ৪০১ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০টি চার ও ১০টি ছক্কা।
শীর্ষে রাকিবুল
ডিপিএলের এবারের আসরে স্পিনাররা দারুণ প্রভাব বিস্তার করেছেন। ৮ রাউন্ড শেষে সেরা পাঁচ বোলারের মধ্যে তিনজনই স্পিনার, যা স্পষ্টতই স্পিন-বান্ধব উইকেটের ইঙ্গিত দেয়।
সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবাহনী লিমিটেডের বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনিই এখন পর্যন্ত শীর্ষ বোলার। তার ইকোনোমি রেট ৪.৪৭ এবং গড় ১৮.১২, যা লিগের অন্যতম সেরা।
দ্বিতীয় স্থানে আছেন মোহামেডানের তাইজুল ইসলাম, যিনি ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। জাতীয় দলের এই স্পিনারের ইকোনোমি রেট ৪.১৩ এবং গড় ১৯.৫। তার পরে রয়েছেন প্রাইম ব্যাংকের অভিজ্ঞ স্পিনার আরাফাত সানী। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন তিনি, তার ইকোনোমি ৪.৬২ এবং গড় ১৬.৯৩।
পেসারদের মধ্যে সবচেয়ে সফল আসাদুজ্জামান পায়েল, যিনি গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। তার ইকোনোমি রেট ৫.৫৩ এবং গড় ২১.৬৯। তালিকার পাঁচ নম্বরে আছেন কামরুল ইসলাম রাব্বি, ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে। তার ইকোনোমি কিছুটা বেশি-৬.১১, গড় ২৯.১৫।
Discussion about this post