আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার শুবমান গিল। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেলেন গিল। মাসজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা পারফরম্যান্সের পথ ধরে তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন তিনি।
ফেব্রুয়ারিতে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন গিল। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৪০৬ রান, যেখানে স্ট্রাইক রেট ৯৪.১৯ এবং গড় ছিল ১০১.৫০। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফর্ম করেন তিনি। নাগপুরে প্রথম ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেন। কটকে দ্বিতীয় ম্যাচে করেন ৬০ রান। আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে মাত্র ১০২ বলে ১১২ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা।
ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফর্ম ধরে রাখেন গিল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রান করেন, যা জয় এনে দেয় ভারতকে। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও করেন কার্যকরী ৪৬ রান। এই ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন গিল।
নারী বিভাগে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালানা কিং। তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওং।
Discussion about this post