ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে দারুণ ফর্মে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ (বুধবার) বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে তারা। তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় দলটি।
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু করলেও পরপর তিন ম্যাচ জিতে ছন্দে ফিরেছে মোহামেডান। শীর্ষে উঠার লড়াইয়ে মতিঝিলের ক্লাবটি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাদার্স ইউনিয়নের। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর মিডল অর্ডারও বড় কোনো জুটি গড়তে পারেনি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অভিজ্ঞ ব্যাটার ইমতিয়াজ হোসেন। আইচ মোল্লার ব্যাট থেকে আসে ৩২ রান। তবে বাকিরা ছিলেন হতাশাজনক।
মোহামেডানের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম। ১০ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৪ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি এখন বোলিং তালিকার শীর্ষে। পেসার আবু হায়দার ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৪৮.৪ ওভারে মাত্র ১৮৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
মাত্র ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মোহামেডান। প্রথম ওভারেই মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। তবে এরপর দলের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন তামিম ইকবাল ও মাহিদুল ইসলাম।
শুরুতে দেখে-শুনে খেললেও পরবর্তীতে রানের গতি বাড়িয়ে দেন এই দুই ব্যাটার। মাত্র ৩২.৫ ওভারেই গড়ে তোলেন ১৮৭ রানের অনবদ্য জুটি, যা দলকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেয়।
তামিম ইকবাল ৯৬ বলে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ৪টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার ২৪তম সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিং করে ৭৫ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম। ৬টি চার ও ৩টি ছক্কার মার দিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৪৮.৪ ওভারে ১৮৭ (ইমতিয়াজ ৪৩, আইচ ৩২; তাইজুল ৩১/৪, আবু হায়দার ২৪/৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৩২.৫ ওভারে ১৯১/১ (তামিম ১০৫*, মাহিদুল ৭৫*)
ফল: মোহামেডান ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post