ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বির ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় পারটেক্স। জবাবে মাত্র ১৪.৩ ওভারে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পারটেক্স। জয়রাজ শেখ ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়লেও রাব্বির স্পিনে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে অলআউট হয় পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ। তরুণ অলরাউন্ডার রাব্বি ৯ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট পাওয়া ইনিংস।
১০১ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই দুই উইকেট হারায় আবাহনী। তবে পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেনের ব্যাটিং ঝড়ে সহজেই জয় তুলে নেয় তারা। মাত্র ৫৬ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুই ব্যাটসম্যান। পারভেজ ৫০ বলে ৫৫ রান করেন, আর মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রানে।
এই জয়ে টানা তিন ম্যাচে জয় পেল আবাহনী, আর পারটেক্স চার ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পেল। ম্যাচসেরা দুর্দান্ত বোলিং করা মাহফুজুর রহমান রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৩৩.১ ওভারে ১০০/১০ (জয়রাজ ৩৬, রবি ৩, সাব্বির ২৩, রুবেল ১, আহরার ৫, জাওয়াদ ১, আদিল ১৩*, আলাউদ্দিন ০, তানভির ১, মোহর ০, নাঈম ৪; মেহেদি ৫-০-২১-০, এনামুল ৪-০-১৪-১, মৃত্যুঞ্জয় ৪-০-২০-০, রকিবুল ৭.১-০-১৭-২, রাব্বি ৯-২-১৮-৫, মোসাদ্দেক ৪-২-৭-২)
আবাহনী লিমিটেড: ১৪.৩ ওভারে ১০১/২ (জিসান ৬, পারভেজ ৫৫, মুমিনুল ২, মোসাদ্দেক ৩৭; জাওয়াদ ৫-১-২০-০, তানভির ৬-০-৫১-২, রবি ১-০-১৬-০, রুবেল ২.৩-০-১৪-০)
ফল: আবাহনী লিমিটেড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহফুজুর রহমান রাব্বি
Discussion about this post