ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা পুনরুদ্ধারের মিশনে দাপটে এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বুধবার আকবর আলির দল তুলে নিয়েছে আরও একটা জয়। রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। তাদের বিপক্ষে ৮ উইকেটের অনায়াস জয়ে এখন ডিপিএল পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান আকবর আলির দল।
আজ বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তানজিম সাকিবদের বোলিং তোপে ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট। জবাব দিতে নেমে ২৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে লিজেন্ডসরা।
৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ডিপিএল টেবিলের শীর্ষে এখন লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। ওপেনার নাইম শেখের ৮৩ বলে ৮১ রানের ইনিংস ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শাহাদাত দীপু ২০ ও শামীম পাটোয়ারি ১১ রান করেন। বাকিরা ব্যর্থ হলে ২৯.২ ওভারে ১৫২ রানেই অলআউট হয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের হয়ে সাইফ হাসান ৪টি, তানজিম হাসান সাকিব ৩টি, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও তানভির ইসলাম ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেন রূপগঞ্জের দুই ওপেনার। তানজিদ হাসান তামিম ৪৯ বলে ৬৮ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। পরে সৌম্য সরকারের ৪০ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে ২৩.২ ওভারেই জয় নিশ্চিত করে রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের হয়ে রিশাদ হোসাইন ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২৯.৫ ওভারে ১৫২/১০(নাইম শেখ ৮১; সাইফ হাসান ৩৭/৩, তামিম ৩০/৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ২৩.২ ওভারে ১৫৪/২ (তামিম ৬৮, সৌম্য ৫০*)
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সাইফ হাসান
Discussion about this post