বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে মাত্র ১৫২ রানে অলআউট করে দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
রূপগঞ্জের বোলাররা এদিন দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। দলের পেসার সাইফ হাসান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। তার সঙ্গে তানজিম হাসান সাকিবও দুর্দান্ত বোলিং করেন, শিকার করেন ৩টি উইকেট।
প্রাইম ব্যাংকের পক্ষে ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন ওপেনার নাইম শেখ। তিনি ৮১ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল বড় সংগ্রহ গড়তে পারেনি।
বল হাতে দুর্দান্ত শুরু করা লিজেন্ডস অব রূপগঞ্জ এখন এই ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে।
Discussion about this post