ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সোমবার দাপুটে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক। সাবেক চ্যাম্পিয়ন রূপগঞ্জ দিনের প্রথম ম্যাচেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ১৭৫ রানের বিশাল জয় পেয়েছে গাজী গ্রুপ এবং ৬ উইকেটের জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক।
বড় জয় পেল গাজী গ্রুপ
বিকেএসপির চার নম্বর মাঠে ১৭৫ রানের বিশাল জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে গাজী গ্রুপ। দলের পক্ষে অধিনায়ক এনামুল হক (৯৪ বলে ৬৯) ও শামসুর রহমান (৭২ বলে ৬০) দুর্দান্ত ব্যাটিং করেন। শেষদিকে আমিনুল ইসলামের ৩০ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংসে রান ৩০০ ছুঁইছুঁই হয়ে যায়।
রান তাড়া করতে নেমে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তাদের হয়ে নুরুল হাসান সর্বোচ্চ ৩৩ রান করেন। গাজী গ্রুপের হয়ে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২৯৮/৭ | ধানমন্ডি স্পোর্টস ক্লাব: ১২৩/১০ | গাজী গ্রুপ ১৭৫ রানে জয়ী
লিটন দাসের ফিফটি, তবে জিতল অগ্রণী ব্যাংক
প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমক দেখানো গুলশান ক্লাব টানা দুই ম্যাচে হারল। বিকেএসপির তিন নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরে যায় তারা।
গুলশান ক্লাবের জন্য আশার খবর, রান পেয়েছেন লিটন দাস। আগের ম্যাচে ১৪ রান করা এই ব্যাটার আজ ৫২ বলে ৬০ রান করেন, যা দলের সর্বোচ্চ স্কোর। এছাড়া মঈনুল ইসলাম ৪১ বলে ২২ রান করেন।
৪৯ ওভারে ২২২ রান সংগ্রহ করে গুলশান ক্লাব। তবে রান তাড়া করতে নেমে শুরুতে ৯ রানে ২ উইকেট হারালেও ১৩৪ রানের জুটি গড়েন ইমরানুজ্জামান ও অমিত হাসান। ইমরান ৯৮ বলে ৭৫ রান ও অমিত ৯৪ বলে ৬৩ রান করেন। তাদের বিদায়ের পর মার্শাল আইয়ুব (৫৪ বলে ৪০) ও তাইবুর রহমান (৩৯ বলে ৩৫) দলকে জিতিয়ে ফেরেন*।
এই জয়ে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল অগ্রণী ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর-
গুলশান ক্লাব: ২২২/১০ | অগ্রণী ব্যাংক: ২২৩/৪ | অগ্রণী ব্যাংক ৬ উইকেটে জয়ী
Discussion about this post