২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গের পর থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলা নেওয়ার অপেক্ষায় ছিল ভারত। সেই সুযোগ এলো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, যেখানে রোহিত শর্মার দল কোনো ভুল করল না। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে গেল ভারত।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তবে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অজি ব্যাটসম্যানরা। ৪৯.৩ ওভারে ২৬৪ রানে গুটিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম বলেই কোনো রান না করে বিদায় নেন ম্যাথিউ শর্টের বদলি হিসেবে নামা কোপার কনোলি। এরপর ট্রাভিস হেড ভালো শুরু করলেও ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন। স্মিথ ও লাবুশেন মিলে ৫৬ রানের জুটি গড়লেও ২৯ রানে লাবুশেন বিদায় নিলে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।
স্মিথ চেষ্টা চালালেও তাকে ভালো সঙ্গ দিতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা জশ ইংলিস (১১)। অ্যালেক্স ক্যারির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ, তবে ৭৩ রান করেই বিদায় নেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলও ব্যর্থ হন, মাত্র ৭ রান করে বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে।
অন্যপ্রান্তে ক্যারি লড়াই চালিয়ে যান এবং ৪৮ বলে ফিফটি তুলে নেন। কিন্তু রানআউটের ফাঁদে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৬১ রান। শেষদিকে কেউই দাঁড়াতে না পারায় ২৬৪ রানের বেশি যেতে পারেনি অস্ট্রেলিয়া।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয়নি ভালো। মাত্র ৮ রান করে পঞ্চম ওভারে শুভমান গিল বিদায় নেন। পাওয়ারপ্লের মধ্যেই দলীয় ৪৩ রানের মাথায় ২৮ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দুজন মিলে গড়েন ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি।
আইয়ার ব্যক্তিগত ৪৫ রানে ফিরলেও কোহলি ছিলেন দুর্দান্ত। অর্ধশতক তুলে নেওয়ার পর ক্যাচ দিয়ে জীবন পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৯৮ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি। এদিন তিনি দ্বিতীয় ইনিংসে ৮ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হন, যে রেকর্ড এতদিন ধরে এককভাবে দখলে রেখেছিলেন শচীন টেন্ডুলকার।
শেষদিকে অক্ষর প্যাটেলের ২৭ রান ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংস যোগ হলে জয় সহজ হয়ে যায় ভারতের জন্য। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলেও ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের কষ্ট ছিল ভারতের। এবার সেই প্রতিশোধ নিয়েই ফাইনালে উঠলো তারা।
৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ৯ মার্চ ফাইনালে মাঠে নামবে ভারত। এবার কী ট্রফি উঁচিয়ে ধরতে পারবে রোহিত শর্মার দল? সময়ই দেবে উত্তর!
Discussion about this post