ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে এক বড় চমক উপহার দিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। দীর্ঘ দিন পর ক্লাবটির হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে শনিবার দুপুরে রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল সাকিবের দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এই ঘোষণা উচ্ছ্বাসের মধ্যেই এসেছে, যেখানে লুৎফর রহমান বাদল জানিয়েছেন যে, তারা আগামী মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানকে দলে নেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সাকিবকে দলে নিয়ে রূপগঞ্জ তার লক্ষ্য পূরণে মনোনিবেশ করেছে— ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করছি, এবং সাকিব আল হাসান দলের সবচেয়ে বড় আকর্ষণ।’
রূপগঞ্জের সাথে সাকিবের চুক্তি হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই অনলাইনে দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এটি ছিল গত প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার পর সাকিবের প্রথম দলবদল।
সাকিবের দেশে ফেরার পথটি আরও কঠিন হয়ে পড়েছে রাজনৈতিক পরিস্থিতির কারণে। এছাড়া তার নামে চেক প্রতারণা এবং হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে, যা তার দেশে ফিরে আসাকে আরো কঠিন করে তুলেছে। তবে রূপগঞ্জের কর্ণধার জানিয়েছেন, তারা সাকিবকে খেলোয়াড় হিসেবে দলে নিয়েছেন, রাজনৈতিক কোনো বিষয় নয়।
লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি, আমরা খেলোয়াড় সাকিবকে দলে নিয়েছি। ঘরের ছেলে ঘরে ফিরছে এটাই বড় নিউজ।”
গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে সাকিব আপাতত সব ধরনের ক্রিকেটে বোলিং করতে পারছেন না। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই। এরই মধ্যে সাকিব তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন। রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান জানিয়েছেন, সাকিব যদি তৃতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল হন, তাহলে দেশের ঘরোয়া ক্রিকেটে ফিরতে কোনো সমস্যা হবে না।
এমন সময়ে সাকিব আল হাসানকে দলভুক্ত করার সিদ্ধান্তের মধ্যে রূপগঞ্জের বিশেষ আশাবাদ ও আশা স্পষ্ট হয়ে উঠেছে। তারা চাইছে সাকিব যেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে এবং তাদের দলে সাকিবের উপস্থিতি সত্যিই টিমের জন্য একটি বড় সুবিধা হবে। লুৎফর রহমান বাদল মন্তব্য করেছেন, “আমরা রাজনীতিবিদ সাকিবকে দলে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের সম্পদ। আমরা চাই না সে অচিরেই ঝরে যাক।”
Discussion about this post