দীর্ঘ প্রতীক্ষার অবসান। আট বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নবম আসর। ২০১৭ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছে। তবে ভারতের আপত্তির কারণে এবারের আসর হবে হাইব্রিড মডেলে, যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।
গ্রুপ পর্ব ও ম্যাচ ফরম্যাট
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ৮টি দল, যারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেরা আটে থেকে জায়গা নিশ্চিত করেছে।
✅ গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড
✅ গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান
প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে, এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে বিজয়ী দল দুটি ফাইনালে মুখোমুখি হবে।
রেকর্ড পরিমাণ প্রাইজমানি
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক পুরস্কার বাড়ানো হয়েছে ৫৩ শতাংশ।
🏆 চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৭ কোটি টাকা
🥈 রানার্সআপ দল পাবে ১৩.৫ কোটি টাকা
🔹 সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৬.৭৬ কোটি টাকা
💰 প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪১ লাখ টাকা
🎟️ অংশগ্রহণকারী প্রতিটি দলই পাবে ১.৫১ কোটি টাকা
বাংলাদেশের সূচি ও সম্প্রচার
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া অনলাইনে খেলা দেখা যাবে টফি অ্যাপে।
🇧🇩 বাংলাদেশের ম্যাচ সূচি:
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান
বিশ্বের চোখ থাকবে যেসব ম্যাচে
১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড (উদ্বোধনী ম্যাচ)
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত
২৩ ফেব্রুয়ারি: ভারত-পাকিস্তান (হাইভোল্টেজ ম্যাচ)
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড
২ মার্চ: ভারত-নিউজিল্যান্ড
৪ ও ৫ মার্চ: সেমিফাইনাল
৮ মার্চ: ফাইনাল
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-
১৯ ফেব্র্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, করাচি
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্র্রুয়ারি: পাকিস্তান-ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ- নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান-ইংল্যান্ড, লাহোর
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান-অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
সেমিফাইনাল
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান
ফাইনাল
৯ মার্চ: ফাইনাল, লাহোর (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)
# প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে
Discussion about this post