বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে ফরম্যাটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের তারকারা এই টুর্নামেন্টে খেলেন, যার ফলে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়।
সাম্প্রতিক বছরগুলোতে বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হলেও এবার প্রথমবারের মতো টিভিতে সম্প্রচারের সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টসে এবারের আসরের খেলা দেখানোর বিষয়ে আলোচনা চলছে। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আলোচনা চলছে, তবে এখনো নিশ্চিত নয়। যদি সম্প্রচার হয়, তাহলে কেবল টি-স্পোর্টসেই দেখা যাবে খেলা।’
বিপিএলের উত্তাপ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। তার আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি দলবদলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে।
গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে টানছে। তবে এবারের লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন না, ফলে দেশীয় ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের বড় সুযোগ।
লিগের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।
এখন শুধু অপেক্ষা দলবদল ও চূড়ান্ত সূচি প্রকাশের। এরপরই দেশসেরা ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াবে ডিপিএল ২০২৪-২৫ মৌসুম।
এবারের আসরে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে-লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, , মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব।
Discussion about this post