বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে একাধিক বিতর্ক থাকলেও মাঠে দর্শকের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। বিশেষ করে টিকিট ব্যবস্থায় নতুন নিয়ম এনে সফল হয়েছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম জানান, এবার অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করায় আগের তুলনায় দর্শকরা সহজেই টিকিট কিনতে পেরেছেন।
বোর্ড পরিচালক ফাহিম গণমাধ্যমে বলেন, ‘আগে টিকিট নিয়ে বিশৃঙ্খলা হতো, কিন্তু এবার অনলাইন টিকিট ব্যবস্থার কারণে সাধারণ দর্শকরা সহজেই টিকিট পেয়েছেন। প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল। ফাইনাল ম্যাচে টিকিটের এত চাহিদা ছিল যে, মুহূর্তেই সব বিক্রি হয়ে যায়।’
টিকিট ব্যবস্থার পাশাপাশি উইকেট নিয়েও সন্তুষ্ট বিসিবি। স্পোর্টিং উইকেট তৈরি করায় এবারের বিপিএলে বেশি রান হয়েছে এবং বোলারদের জন্যও চ্যালেঞ্জিং ছিল। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখা গেছে।
তবে বিপিএলের এই সফলতার মাঝেও কিছু বিতর্ক ছিল। পারিশ্রমিক বকেয়া, ফিক্সিংয়ের গুঞ্জন ও কিছু অনিয়ম নিয়ে সমালোচনা হয়েছে। ফাহিম জানান, এসব সমস্যা সমাধানে বিসিবি আরও কঠোর হবে।
তিনি বলেন, ‘বিপিএল উন্নতির পথে রয়েছে। কিছু অনিয়ম হয়েছে, যা ভবিষ্যতে ঠিক করা হবে। আমরা চাই, বিপিএল আরও পেশাদার ও আকর্ষণীয় হোক।’
Discussion about this post