বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ শেষ হলেও থেকে গেছে অনেক বিতর্ক। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও লজিস্টিক সাপোর্ট নিয়ে অসন্তোষ ছিল প্রবল। এসব বিতর্ক ও সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় সিদ্ধান্ত নিয়েছে-এখন থেকে বিপিএলের বিদেশি ক্রিকেটারদের সব ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বোর্ড নিজেই।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এখন থেকে বিপিএলে ‘কঠোর আর্থিক প্রটোকল’ কার্যকর করা হবে। এর আওতায় বিদেশি ক্রিকেটারদের চুক্তির বিষয়টি সরাসরি দেখভাল করবে বিসিবি এবং তাদের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধের নিশ্চয়তা দেবে।
বিদেশি ক্রিকেটারদের লজিস্টিক সাপোর্টও দেখবে বিসিবি। বিশেষ করে, বিপিএল শেষে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থাও করবে বোর্ড। দুর্বার রাজশাহীর কয়েকজন বিদেশি ক্রিকেটার বিমানের টিকিট না পাওয়ায় দেশে ফিরতে দেরি হওয়ায় সমালোচনা হয়েছিল। এই ঘটনা থেকেই বিসিবি আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলের শুদ্ধতা রক্ষা এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের পেশাদারি অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই নতুন উদ্যোগ। বিপিএলের সব ধরনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালনা করতে চাই আমরা।’
তবে সামনে আরও কিছু প্রশ্ন রয়েছে। আগামী বিপিএলের আগে বিসিবির নির্বাচন হবে, ফলে ফারুক আহমেদ বোর্ড প্রধান থাকবেন কি না, সেটি অনিশ্চিত। এছাড়া চলতি আসরের মাধ্যমে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
Discussion about this post