২০২৩ বিপিএলের আগে মেট্রোরেলে ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। তার আগের বছর আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তবে এবারের বিপিএল ফাইনালের আগে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মতে, পরিকল্পনার অভাবেই এমনটা হয়েছে।
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। কিন্তু আগের দুই আসরের মতো এবার কোনো ঘটা করে ফটোসেশন হয়নি। সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমাদের এখানে দোষ আছে। যদি আগে থেকেই পরিকল্পনা থাকত, তাহলে এটা সুন্দরভাবে আয়োজন করা যেত।”
২০২৪ বিপিএলের ফাইনালে বরিশালের নেতৃত্বে আছেন তামিম, আর চিটাগং কিংসের নেতৃত্বে লিটন দাস। তবে ফটোসেশনে দুই অধিনায়কই ছিলেন অনুপস্থিত। বরিশালের প্রতিনিধি হিসেবে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও চিটাগংয়ের পক্ষে ছিলেন জাকের আলী অনিক। এ বিষয়ে তামিম বলেন, “যাওয়া উচিত ছিল আমার ও লিটনের। আমরাও সেই দায়িত্ব পালন করিনি।”
এবারের বিপিএলে ৪৫ ম্যাচে ৮.৪৭ রানরেটে রান হয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তবে মাঠের বাইরের নানা বিতর্ক বেশি আলোচনায় এসেছে। গণমাধ্যমকেও এ জন্য আংশিক দায়ী করেন তামিম। তিনি বলেন, “গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। তারা অনেক কিছু সামনে এনেছে, যা টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট করেছে।”
তামিম আরও বলেন, “দীর্ঘদিন কেউ কোনো সংগঠনে কাজ করলেই হবে না, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। ৫০ বছরের অভিজ্ঞতা থাকলেও যদি উদ্দেশ্য সৎ না হয়, তার কোনো মূল্য নেই।”
তামিমের মন্তব্যের পরই নড়েচড়ে বসে বিসিবি। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, আজ বনানির শেরাটনে ট্রফি নিয়ে ফটোসেশন আয়োজন করা হবে।
Discussion about this post