বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাঈম। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৮ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। ১৩ ম্যাচে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৯২ রান।
এর আগে ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় শীর্ষে ছিলেন। তবে দল লিগ পর্ব থেকেই বিদায় নেওয়ায় ৪৮৫ রানে থেমে যেতে হয়েছে তাকে। নাঈমের জন্য এই রেকর্ড দখলে নেওয়া ছিল সময়ের ব্যাপার, যার জন্য প্রয়োজন ছিল মাত্র ৪২ রান।
শুধু তানজিদকেই নয়, বিপিএল ইতিহাসের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন নাঈম। সামনে তার হাতছানি দিচ্ছে আরও বড় রেকর্ড—এক মৌসুমে সর্বোচ্চ রানের কীর্তি। বর্তমানে এই রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, যিনি ২০১৮-১৯ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে নাঈমের দরকার আরও ৬৭ রান।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে নাজমুল হোসেন শান্তর দখলে। ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫১৬ রান করেছিলেন তিনি। নাঈম সেই রেকর্ডেরও খুব কাছাকাছি চলে এসেছেন, মাত্র ২৫ রান করলেই শান্তকে ছাড়িয়ে যাবেন।
চলতি বিপিএলে ইতোমধ্যেই এক সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন নাঈম। তার সেঞ্চুরিটি এসেছে রংপুর রাইডার্সের বিপক্ষে, যেখানে ৬২ বলে ৮ ছক্কার সাহায্যে ১১১ রানে অপরাজিত ছিলেন তিনি। রংপুরের বিপক্ষে তিন ম্যাচে তিনি করেছেন ২১৭ রান, যা তার ধারাবাহিক ফর্মেরই প্রমাণ।
Discussion about this post