বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে, যেখানে সেরা চার দল জায়গা করে নিয়েছে প্লে-অফে। শীর্ষ চারে উঠে এসেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা। আর হতাশার বিদায় নিতে হয়েছে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সকে।
রংপুর রাইডার্স শুরু থেকেই দারুণ ফর্মে ছিল, প্রথম ৮ ম্যাচেই জয় তুলে নেয় তারা। তবে শেষ চার ম্যাচে একটিও জিততে পারেনি সোহানের দল, যার ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে শেষ করেছে গ্রুপ পর্ব। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। একই পয়েন্ট পেয়েছে চিটাগং কিংসও, তবে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে দলটি।
গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চতুর্থ দল নির্ধারণের জন্য। শেষ ম্যাচে ঢাকাকে হারিয়ে খুলনা নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। তাদের সমান ১২ পয়েন্ট থাকলেও নেট রান রেটের কারণে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। ফলে বড় আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে তাসকিন আহমেদের দলকে।
ঢাকা ক্যাপিটালসের জন্য বিপিএল একেবারেই হতাশার ছিল। শাকিব খানের মালিকানাধীন দলটি ১২ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে। মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থেকে আসর শেষ করেছে তারা। সিলেট স্ট্রাইকার্সের অবস্থাও ছিল আরও করুণ। মাত্র ২টি ম্যাচ জিতে তারা টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।
এখন প্লে-অফের লড়াই শুরু হতে যাচ্ছে। ৩ ফেব্রুয়ারি প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা। একই দিনে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল লড়বে চিটাগং কিংসের বিপক্ষে। এখন দেখার অপেক্ষা, কে যাচ্ছে ফাইনালে আর কারা বিদায় নিচ্ছে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা থেকে।
বিপিএল পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
১.ফরচুন বরিশাল | ১২ | ৯ | ৩ | ১৮ | +১.৩০২ |
২.চিটাগং কিংস | ১২ | ৮ | ৪ | ১৬ | +১.৩৯৫ |
৩.রংপুর রাইডার্স | ১২ | ৮ | ৪ | ১৬ | +০.৫৬৯ |
৪.খুলনা টাইগার্স | ১২ | ৬ | ৬ | ১২ | +০.১৮৪ |
৫.দুর্বার রাজশাহী | ১২ | ৬ | ৬ | ১২ | -১.০৩০ |
৬.ঢাকা ক্যাপিটালস | ১২ | ৩ | ৯ | ৬ | -০.৭৭৯ |
৭.সিলেট স্ট্রাইকার্স | ১২ | ২ | ১০ | ৪ | -১.৬৩৪ |
Discussion about this post