রীতিমতো বিস্ময়কর! যে রংপুর রাইডার্স উড়ছিল সাফল্যের আকাশে তাদেরই মাটিতে নামাল দুর্বার রাজশাহী। আজ বৃহস্পতিবার বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিনে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিল রাজশাহী। মাঠের বাইরে নানা বিতর্ক আর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা থাকলেও রংপুর রাইডার্সের বিপক্ষে ২৪ রানের চমৎকার জয় তুলে নিয়েছে তারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই জয়ে রাজশাহী উঠে এসেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। রাজশাহী এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ তুলেছে। রংপুর রাইডার্স ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান।
এদিন রাজশাহী প্রথমে ব্যাট করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। সাব্বির হোসেনের ৩৯ রানের ঝোড়ো ইনিংস এবং ইয়াসির আলি রাব্বিরর ৬ ছক্কায় সাজানো ৬০ রানের অসাধারণ পারফরম্যান্স দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। তবে শেষের ২৬ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান তুলতে পারে রাজশাহী।
জবাব দিতে নেমে নেমে রংপুর রাইডার্স শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রায়ান বার্লের অসাধারণ বোলিং (৪/২২) এবং তাসকিন আহমেদের কার্যকরী স্পেল (২/২০) রংপুরকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দেয়।
সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৭০/৯ (হারিস ১৯, সাব্বির ৩৯, এনামুল ৩৪, বার্ল ০, ইয়াসির ৬০, আকবর ২, মেহেরব ৪, সানজামুল ২, তাসকিন ৪, শফিউল ২*, মোহর ৩*; রকিবুল ৪-০-৩৮-১, খুশদিল ৪-০-৩১-৩, আকিফ ৪-০-২৩-৩, সাইফ উদ্দিন ২-০-৩২-০, নাহিদ ৩-০-২৭-১)
রংপুর রাইডার্স: ১৯.২ ওভারে ১৪৬/১০ (টেলর ৪, ইরফান ০, সাইফ হাসান ৪৩, ইফতিখার ০, খুশদিল ১৪, সোহান ৪১, মেহেদি ৮, সাইফ উদ্দিন ২৩, আকিব ১, রকিবুল ২*, নাহিদ ০; তাসকিন ৩.২-০-২০-২, মেহেরব ৩-১-১৯-২, শফিউল ৩-০-১৬-১, সাব্বির ১-০-১৬-১, বার্ল ৪-০-২২-৪)
ফল: দুর্বার রাজশাহী ২৪ রানে জয়ী
ম্যাচসেরা: রায়ান বার্ল
Discussion about this post