আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে রেখেই বাংলাদেশ দল গড়তে চাইছেন নির্বাচকরা। কিন্তু তামিম লম্বা একটা বিরতির পর ফের জাতীয় দলে ফিরবেন কীনা এনিয়েও থাকছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন সেই খোদ তামিম এবার সময় চাইলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারির মধ্যেই দল ঘোষণা করতে হবে বাংলাদেশের। আইসিসি এই সময় বেঁধে দিয়েছে। তার আগে দল ঘোষণা করতে গিয়ে তামিম ও সাকিব আল হাসান খেলবেন কীনা এনিয়ে প্রশ্ন উঠেছে।
আজ বুধবার সিলেটে তামিমের সঙ্গে তার দল ফরচুন বরিশালের টিম হোটেলে বৈঠক করেন জাতীয় দলের নির্বাচকরা। সেই বৈঠক শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গেই ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
লিপু আরও যোগ করেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’
সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন কীনা এনিয়ে লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। ওর বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন (বোলিং পরীক্ষায়)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই হয়তো গুরুত্বপূর্ণ, আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’
যদিও সাকিব বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করেননি। এমন কী ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাতেও সাকিবের অ্যাকশন বৈধতা পাননি। এ কারণেই তাকে নিয়ে অশ্চিয়তা থাকছেই।
Discussion about this post