ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের এবার টি-টোয়েন্টিতে এসে মুদ্রার অন্য পিঠ দেখছে বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারের ক্রিকেটে কিছুই করতে পারছে না। টানা দুই ম্যাচ হেরে সিরিজটাও আয়ারল্যান্ডের কাছে হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। বাংলাদেশের নিইন্ত্রত বোলিংয়ের সামনে তারা ৫ উইকেটে তুলে ১৩৪ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৭.১ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায়। ৪৭ রানে হেরে যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল আয়ারল্যান্ড।
এদিন জবাবে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার কিছুটা সময় লড়াই করেন। কিন্তু ১৭ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় দল। ১৭ বল বাকি থাকতেই অলআউট।
২৫ বলে ৩২ করার পর দারুণ বোলিংয়ে ১৩ রানে ৩ উইকেট তুলে ম্যাচের সেরা ওর্লা প্রেন্ডারগাস্ট।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে দুই দল। যেটি বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৫ (হান্টার ২৩, লুইস ১৪, প্রেন্ডারগাস্ট ৩২, পল ১৬, ডেলানি ৩৫, ফোর্বস ৪*, স্টোকেল ৯*; জাহানারা ৪-০-২৫-১, মেঘলা ৪-০-২৭-০, জান্নাতুল ৪-১-২৯-১, নাহিদা ৪-০-২০-২, ফাহিমা ৪-০-৩২-১)।
বাংলাদেশ: ১৭.১ ওভারে ৮৭/১০ (দিলারা ১০, সোবহানা ১, নিগার ৬, শারমিন ৩৮, তাজ ২, স্বর্ণা ২০, ফাহিমা ৫, জাহানারা ১, জান্নাতুল ২, নাহিদা ০, মেগলা ০*; সারজেন্ট ৪-০-২১-০, প্রেন্ডারগাস্ট ৩.১-০-১৩-৩, কেলি ৩-০-১০-২, ডালজেল ২-০-১৪-১, ডেলানি ৩-০-১৬-২, ম্যাগুইয়ের ২-০-১৩-০)।
ফল: আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ওর্লা প্রেন্ডারগাস্ট।
Discussion about this post