নতুন আমেজ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে। নতুন উত্তেজনা আর নতুন রোমাঞ্চ। কারণ আসছে মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু তার আগেই আরেক ধামাকা ঘরোয়া ক্রিকেটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর। জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের শেষে ৩০ ডিসেম্বর থেকে শুরু বিপিএলের এগারতম আসর।
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ধামাকার প্লে-অফ রাউন্ডের ম্যাচ মিরপুরের শেরেবাংলায় হওয়ার কথা ছিল। কিন্তু শেষ অব্দি জানা গেল- আসরের পুরোটা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রতিদিন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়। প্লে অফ রাউন্ডের ম্যাচ ফ্লাড লাইটে হতে পারে।
এবার এই আয়োজনে দেশি ক্রিকেটাররাই খেলবেন। টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
Discussion about this post