স্বপ্নের মতো একটা দিন কাটল বাংলাদেশ ক্রিকেট দলের। শুরুতে সকালে টস জিতে ব্যাট করতে নেমে রেকর্ড গড়া ব্যাটিং। এরপর বল হাতেও ম্যাজিক। দুইয়ে মিলে ইতিহাস। আজ বুধবার মেয়েরা পেয়ে গেল তাদের ইতিহাসে সবচেয়ে বড় জয়!
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ। ১৫৪ রানে জয় টাইগ্রেসদের। এটিই বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগের সর্বোচ্চ রানের জয়টি ছিল। ইস্ট লন্ডনে ১১৯ রানে জেতা সাফল্যকে পেছনে ফেলে এবার নতুন উচ্চতায় বাংলাদেশ নারী ক্রিকেট!
বুধবার সকালে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে তারা। এটি টাইগ্রেদের নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজি। তারপর বল হাতে নিয়ে ২৮.৫ ওভারে অলআউট হয়ে ৯৮ রানে আয়ারল্যান্ডকে অলআউট করে দল পায় সহজ জয়।
আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে কারিগরর শারমিন সুপ্তাকে। ১৬ মাস পরে দলে ফিরেই ম্যাজিক দেখালেন ব্যাট হাতে। ৮৯ বলে ১৪ চারে খেলেন ৯৬ রানের দেখার মতো এক ইনিংস। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পেলেন না তিনি। ১১০ বলে ৬১ রান তুলেন আরেক ব্যাটার ফারজানা হক পিংকি।
বল হাতে বাংলাদেশের সুলতানা খাতুন শিকার করেন ৩টি উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নিয়েছেন দুটি করে উইকেট!
সকালে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। ৪ উইকেটে তুলে ২৫২ রান। তাদের আগের সর্বোচ্চ ছিল ২৫০ রান, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে এই রান তুলেছিল তারা।
এদিন ৬১ বলে ৩৮ করেন মুরশিদা খাতুন। ফারজানা হক ১১০ বলে ৬১। শারমিন সুপ্তা ৮৮ বলে তুলেন ৯৬ রান। নিগার সুলতানা ২৮ বলে ২৮ রান। ৯ বলে ১৩ রান তুলেন স্বর্ণা আক্তার। তার চমকে ১৩ ম্যাচ পর বাংলাদেশ নারী ক্রিকেট দল দেখতে পেল ছক্কার মার।
শনিবার মিরপুরের শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা।
Discussion about this post