অবশেষে ঢাকা টেস্টে আশার আলো! জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজের ব্যাট স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।
ফিফটির পর জাকের ফিরলেও মিরাজ ঠিকই ছড়াচ্ছেন স্বপ্ন। বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৮৩।
মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত। বাংলাদেশ লিড নিয়েছে ৮১ রান। বৃষ্টির পর খেলা শুরু হলেও দক্ষিণ আফ্রিকার অভিযোগে আলোকস্বল্পতায় দ্রুত খেলা শেষ হয়ে যায়। তৃতীয় দিন প্রায় ৩৩ ওভার খেলা কম হয়েছে। বৃহস্পতিবার টেস্টের চতুর্থদিন ১৫ মিনিট আগে শুরু হবে খেলা।
আজ মেহেদী হাসান মিরাজের ব্যাট কথা বলল। তিনিই হারতে যাওয়া এই টেস্টে কিছুটা হরেও সম্ভাবনা জাগালেন! জাকেরকে সঙ্গে নিয়ে গড়লেন রেকর্ড গড়া জুটি। আশার কথা প্রথম ইনিংসে ২০২ রানের ঘাটতি ঘুচিয়ে তারা এখন এগিয়ে ৮১ রানে। উইকেট আছে তিনটি।
লিডকে ১৫০-১৮০ রান করতে পারলে জিততে পারে বাংলাদেশও। অভিষেক টেস্টের ১ম ইনিংসে ২ রান আউট হওয়া জাকের এবার করেন ৫৮। এর আগে মাহমুদুল হাসান জয় ৯২ বলে ৪০। মুশফিকুর রহিম ৩৯ বলে ৩৩ রান করেন।
মিরাজের সঙ্গে জাকের আলি জুটি থামে ১৩৮ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ টেস্টে বাংলাদেশের শতরানের জুটি ছিল আগে আর একটিই। ২০০৩ সালে চট্টগ্রামে দ্বিতীয় উইকেটে ১৩১ রান যোগ করেন জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার সুমন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭ (জয় ৪০, মুশফিক ৩৩, লিটন ৭, মিরাজ ৮৭*, জাকের ৫৮, নাঈম ১৬*; রাবাদা ১৫-৪-৩৫-৪, মুল্ডার ১১-৩-২৮-০, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)।
#৩য় দিন শেষে
Discussion about this post