বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচ জিততে হলে শেষ ইনিংসে ৩১০ রান করতে হবে প্রাইম ব্যাংক সাউথ জোনকে। সোমবার ম্যাচের তৃতীয়দিন দ্বিতীয় সেশনে ওয়ালটন সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৭৪ রানে। জয়ের জন্য ৩১০ রান তাড়া করতে নেমে শুরূটা মন্দ হয়নি প্রাইম ব্যাংকের। ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলে নেয় তারা।
আগের দিনের সেঞ্চুরিয়ান ওয়ালটনের ওয়ানডাউন ব্যাটসম্যান মার্শাল আইয়ুব সোমবার সকালে কোন রানই করতে পারেননি। আগের দিনের ১২৬ রানে ফিরে যান তিনি। দলের বাকিদের কেউ আর বড় ইনিংস খেলতে পারেননি। ৩৭৪ রানে থেমে যায় ওয়ালটনের দ্বিতীয় ইনিংস। রাজ্জাক ৪ ও তাইয়াবুর ৩ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর: (ওয়ালটন সেন্ট্রাল জোন ১৬৫ ও ৩৭৪। প্রাইম ব্যাংক ২৩০ ও ৫১/১)
বিসিবি নর্থ জোনের সামনে সহজ টার্গেট
মাত্র ১৬২ রান করলেই জয়। কিন্তু মামুলি এই টার্গেট তাড়া করতে নেমে বিসিবি নর্থ জোনের শুরুতেই উইকেট হারায়। ওপেনার জুহরুল ইসলাম শূণ্য রানে আউট হন। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বিসিবি নর্থ জোন। দলীয় রান তখন মাত্র ৫।
এর আগে সোমবার তৃতীয়দিন ইসলামি ব্যাংক ইষ্ট জোন তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে মাত্র ১৩৯ রানে। দলের সর্বোচ্চ ৩৯ রানে আসে নাফিস ইকবালের ব্যাট থেকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় দফায়ও স্পিনার তাইজুল ইসলাম ইসলামি ব্যাংক ইষ্ট জোনের ইনিংস ধসিয়ে দেন। ৫১ রানে ৫ উইকেট পান তাইজুল। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৭ উইকেট। ম্যাচে তার শিকার ১২ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করে তাইজুল দলকে জয়ের স্বপ্ন দেখান।
গংক্ষিপ্ত স্কোর: ইসলামি ব্যাংক ইষ্ট জোন ২৭০ ও ১৩৯। বিসিবি নর্থ জোন:২৪৮ ও ৪২/১)
- ক্রিকবিডি২৪ রিপোর্ট
Discussion about this post