বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনে এখন পরিবর্তনের হাওয়া। তার অংশ হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে কয়েকটি পরিবর্তন হয়েছে। বিসিবি পরিচালক থেকে পদত্যাগ করেছেন তিনজন। এবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ও সরে দাঁড়ালেন।
বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন দুর্জয়। বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে দুর্জয় প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। সভাপতির পদ থেকে নাজমুল ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। তারা কেউ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধ সরে দাঁড়ান পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি নিজ থেকে পদত্যাগ না করায় এনএসসি তার মনোনয়ন বাতিল করে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফারুক আহমেদ বিসিবির সভাপতি হয়েছেন।
Discussion about this post