স্বপ্নের এক জয়। স্বপ্নের আরেকটি জয়!
পাকিস্তান সফরে এবার রীতিমতো উড়ল বাংলাদেশ দল। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতলেন নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় টেস্টে আজ মঙ্গলবার আরেকটি ইতিহাস। সফরকারীদের ৬ উইকেটে হারাল টাইগাররা। আর প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করল তারা।
পাকিস্তানের দীর্ঘ ইতিহাসে তাদেরকে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করা দ্বিতীয় দল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জেতে ইংল্যান্ড।
এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। মুশফিক-সাকিবের ৩২ রানের অপরাজিত জুটিতে ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে।
সব মিলিয়ে এটি দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয়। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায়বাংলাদেশ।
আজ মঙ্গলবার জয়ের জন্য টেস্টের শেষদিনে বাকি ছিল ১৪৩ রান। দুই সেশনের কম সময়ে ৫০ ওভার ব্যাটিংয়ে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত।
এর আগে ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান। পরে ফেরেনন ২৪ রান তুলে। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ৮২ বলে ৩৮ ও মুমিনুল ৭১ বলে তুলেন ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী
Discussion about this post